চলছে পরীক্ষার মরসুম, প্রস্তুতি কীভাবে, জ্যোতিষী রিয়া সরকারের টিপস

জ্যোতিষী রিয়া সরকার। 

নিজস্ব প্রতিবেদন: চলছে পরীক্ষার মরসুম। গত ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। সামনেই উচ্চমাধ্যমিক। তাছাড়া বিভিন্ন স্কুলের ফাইনাল পরীক্ষাগুলিও শুরু হবে এই মাসেই। তাই এই সময়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা নিয়ে ব্যস্ততা তুঙ্গে। সময়মতো পড়া তৈরি করা, তা ঝালিয়ে নেওয়া এবং পরীক্ষার হলে বসে মাথা ঠান্ডা রেখে সমস্ত প্রশ্নের উত্তর নির্ভুল ভাবে দেওয়ার বিষয়ে বেশ দুশ্চিন্তাতেই থাকেন তাঁরা। 

তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে পরীক্ষার সময়ে পড়াশোনা করার পাশাপাশি কিছু সহজ টোটকার হদিশ দিলেন ট্যারো কার্ড রিডার, রেইকি হিলার ও নিউমেরোলজিস্ট রিয়া সরকার। তিনি বলেন, 

১) পড়তে বসার সময়ে ছাত্র-ছাত্রীদের পূর্ব দিকে মুখ করে বসা উচিত। 

২) খাটে বসে পড়াশোনা না করাই ভাল। 

৩) পরীক্ষার সময়ে নিজের কাছে ময়ূরের পালক রাখতে পারলে ভাল।

৪) প্রতিটি বইতে ছোট ছোট করে ময়ূরের পালক কেটে রাখলে তা ভাল ফল দেবে।

৫) প্রতিদিন স্নান করে কপালে চন্দনের ফোঁটা এবং হলুদ ও কেশর মিশিয়ে ফোঁটা দিলে পরীক্ষার্থীরা সাফল্য পাবেন। 

৬) মৌরি ও গুড় খেয়ে পরীক্ষা দিতে যান।

তাহলে আর চিন্তা কি? জীবনের যাবতীয় সমস্যা দূর করতে আগামী সোমবার থেকে শুক্রবার নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। সমাধান দেবেন ট্যারো কার্ড রিডার, রেইকি হিলার ও নিউমেরোলজিস্ট রিয়া সরকার। জানান নিজেদের সমস্যার কথা এবং কোন কোন বিষয়ে আপনাদের সহজ সমাধান চাই। 

(আপনার যাবতীয় সমস্যার সহজ সমাধান জানাবেন ট্যারো কার্ড রিডার, রেইকি হিলার ও নিউমেরোলজিস্ট রিয়া সরকার। ফোন নং-9933022272. ফেসবুক পেজ লিঙ্ক