বাড়িতে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড লেগেই আছে? সমাধান দিলেন জ্যোতিষী সুদীপ্তা

নাড়ী জ্যোতিষী কুমারী সুদীপ্তা বিশ্বাস

আপনার বাড়িতে কি ঘন ঘন অগ্নিকাণ্ড হয়? বা ইলেকট্রিক শক লেগেই আছে। বা বাড়ির সদস্যদের দুর্ঘটনা লেগেই আছে। হতে পারে আপনার বাড়িতে কোনও নেগেটিভ এনার্জি আছে অথবা আছে কোনও বস্তুদোষ। কীভাবে বাড়িতে থাকা এই নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন সেই পরামর্শ দিলেন নাড়ী জ্যোতিষী কুমারী সুদীপ্তা বিশ্বাস।

এক্ষেত্রে বাড়িতে ফণীমনসা গাছ রাখার পরামর্শ দিচ্ছেন নাড়ী জ্যোতিষী কুমারী সুদীপ্তা বিশ্বাস । ফণীমনসা গাছের মধ্যে নেগেটিভ এনার্জি শোষণ করার এক বিশেষ ক্ষমতা আছে বলে জানালেন জ্যোতিষী।

তবে ভুল জায়গায় এই গাছ স্থাপন করলে হতে পারে ঘোর বিপত্তি। আসুন জেনে নেওয়া যাক কোথায় কোথায় এই গাছ রাখা যাবে না।

জ্যোতিষী জানালেন, ঘরের ভিতর বা দরজার সামনে এই গাছ একদমই রাখা যাবে না। তাহলে এই ফণীমনসা গাছ নেগেটিভ এনার্জি শোষণ না করে উল্টে আরও নেগেটিভ এনার্জি ছড়াবে। তাহলে কোথায় রাখবেন এই গাছ?

সেই পরামর্শও দিলেন জ্যোতিষী সুদীপ্তা বিশ্বাস। তিনি জানালেন বাড়ির জানালায় অনায়াসেই রাখতে পারেন এই গাছ।

তাহলে আর চিন্তা কি? জীবনের যাবতীয় সমস্যা দূর করতে সোমবার থেকে শুক্রবার নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। সমাধান দেবেন নাড়ী জ্যোতিষী কুমারী সুদীপ্তা বিশ্বাস। জানান নিজেদের সমস্যার কথা এবং কোন কোন বিষয়ে আপনাদের সহজ সমাধান চাই। 


(আপনার যাবতীয় সমস্যার সহজ সমাধান জানাবেন  নাড়ী জ্যোতিষী কুমারী সুদীপ্তা বিশ্বাস।। ফোন নং-6297795372