বাড়ির সরস্বতী পুজোয় (Saraswati Puja) ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। - নিজস্ব চিত্র |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আজ বাংলার ঘরে ঘরে সরস্বতী পুজো (Saraswati Puja)। সেই আনন্দে মাতলেন টলিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মন্ত্রপাঠের মাধ্যমে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে প্রসাদ খাওয়া সবই সারলেন কাছের মানুষদের নিয়ে।
বাগদেবীর আরাধনায় মাতোয়ারা বাংলা। বসন্তপঞ্চমীর উৎসবে সামিল পাহাড় থেকে সাগর, কোচবিহার থেকে কাকদ্বীপ। সেই আনন্দে সামিল সেলিব্রিটিরাও। নিজের বাড়িতে নাচের স্কুলে আয়োজন করেছিলেন সরস্বতী পুজোর। পুজোয় নিজের মেয়ে সহ পরিবারের সবাই ছাড়াও ছিলেন তাঁর নাচের স্কুলের ছাত্রীরা।
পুজো-অঞ্জলী শেষে একটি ভিডিও বার্তায় টলিউড তারকার প্রার্থনা, ‘‘শান্তিতে, স্বস্তিতে, সুস্থ শরীরে যেন বছরটা কাটাতে পারি। আরও ভাল কাজ করতে পারি।’’ সরস্বতী পুজোর পাশাপাশি আজ প্রজাতন্ত্র দিবসও। সেই উপলক্ষে দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মরণও করেন ঋতুপর্ণা।