সাধারণ নারীর অনন্য হয়ে ওঠার মঞ্চ বঙ্গ তিলোত্তমা সিজন টু

বঙ্গ তিলোত্তমা সিজন টু তে অংশ নেওয়া মডেলরা

নিজস্ব সংবাদদাতা: পিয়ালীস্ ও অলভিভার যৌথ উদ্যোগে সম্প্রতি কলকাতার নাকতলা উদয়ণ সঙ্ঘ ক্লাবে আয়োজিত হয়ে গেল বঙ্গ তিলোত্তমা সিজন টু। শহর ও শহরতলির সাধারণ নারীদের অসাধারণ করে তোলার এই প্রচেষ্টা বিশেষ ভাবে প্রশংসা কুড়িয়েছে। জিরো টু প্লাস সাইজের মডেলদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ফ্যাশন শো। বঙ্গ তিলোত্তমা সিজন ২ এর বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রতি রিলিজ হওয়া সিনেমা ফাটাফাটির অভিনেত্রী অর্পিতা মাহাতা। ছিলেন টেলিভিশন অভিনেত্রী স্মৃতি বাসু, হুগলির কোদাালিয়া ২-কাউন্সিলর এর জয়া গিরি। পুরস্কার পার্টনার হিসেবে কণিষ্কর তরফ থেকে উপস্থিত ছিলেন বনানী দত্ত। জিরো সাইজে অংশগ্রহন করেন মোট ৭ জন মডেল। চৈতালী দত্ত, অর্পিতা গোস্বামী, মৌসুমী মুখার্জী, বিনিতা বৈরালি দাস,পায়েল চ্যাটার্জী, সোমা চ্যাটার্জী ও সুমিতা বোস। 

বঙ্গ তিলোত্তমা সিজন ২ জিরো সাইজের উইনার হন পায়েল চ্যাটার্জী, ফার্স্ট রানার আপ হন চৈতালী দত্ত এবং সেকেন্ড রানার আপ হন অর্পিতা গোস্বামী। মিস ডিভা হয়েছেন বিনিতা বৈরালি দাস। প্লাস সাইজ মজেলিং এ অংশগ্রহণ করেন ৯ জন প্রতিযোগী।  তাঁদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন পারো গোস্বামী। মডেল অর্পিতা গোস্বামী জানান, "নিজেকে মডেল হিসাবে দেখার খুব ইচ্ছা ছিল। তাই স্বপ্ন পূরণের আরেক নাম বঙ্গ তিলোত্তমা সিজন টু।" জিরো সাইজের ফার্স্ট রানার আপ চৈতালী দত্ত জানান,"পিয়ালীস ও অলভিভার হাত ধরে বঙ্গ তিলোত্তমায় এসে খুবই ভাল লাগছে। ফার্স্ট রানার আপ হতে পেরে আমি ভীষণ খুশি।"  

প্রদর্শনীতে কেনাকাটার ভিড়
শুধু মডেল হান্ট নয়, বঙ্গ তিলোত্তিমা সিজন টু আয়োজন করেছিল দুদিন ব্যাপি এক প্রদর্শনীর। স্মল স্কেল বিজনেস বা হোম বেস্‌ড বিজনেসের পাশে দাঁড়ানোর উদ্দেশেই এই প্রদর্শনীর আয়োজন করা হয় বলে জানিয়েছেন পিয়ালীস্‌-এর কর্ণধার পিয়ালী বোস ও পিয়ালী বি চ্যাটার্জী। তাঁরা জানান, বঙ্গ তিলোত্তমা সিজন ২ তে মোট ১৭টি ব্র্যান্ড যোগ দেন। প্রতিটি ব্র্যান্ডের প্রোমোশনের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পিয়ালীস্‌ এর পিয়ালী বি চ্যাটার্জী। ইভেন্ট পার্টনার  স্ট্রিংস অ্যাটাচড ইভেন্টস পুরো বিষয়টির অনলাইন প্রোমোশনের দিকে বিশেষ নজর দিয়েছিল বলে জানান তিনি।

 সোহাগ, সুহান্‌স ফ্যাশন হাউজ, দেবীকৃতী বুটিক, বুটিক মেলা, গয়না কাহন, তুলিস ক্রিয়েশন, চায়জুপ, ওমেনস্ বাটারফ্লাই, সৌমিলিস কালেকশন, রিয়ান্‌স ফ্যাশন, মধুমিতাস, দেবমৌলী বুটিক, মুনলাইট বুটিক, একান্ত আপন প্রভৃতি ব্র্যান্ড অংশ নেয় বঙ্গ তিলোত্তমা সিজন টু তে। রিয়ান্‌স ফ্যাশনের কর্ণধার চাঁদনী দাস  জানান,"বঙ্গ তিলোত্তমা সিজন টু তে অংশগ্রহণ করার অভিজ্ঞতা খুবই ভাল। ভবিষ্যতে পিয়ালীস পরিচালিত আরও ইভেন্টে অংশ নেওয়ার ইচ্ছে রইল।" বুটিক মেলার কর্ণধার সুজাতা বসাক জানান, "বঙ্গ তিলোত্তমা সিজন টু তে যোগ দিতে পেরে খুব খুশি হয়েছি। আই এ্যম স্যাটিসফায়েড।" গয়না কাহনের কর্ণধার ব্রততী চক্রবর্তী জানান,"খুব ভাল রেসপন্স পেয়েছি, প্রথম দিনেই ৯০% স্টক আউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিনেও দারুণ রেসপল্স। শুধু তাই নয়, এক্সিবিশনের পরেও বহু মানুষ আমার সাথে যোগাযোগ করেছে। পিয়ালীস পরিচালিত পরের প্রজেক্টেও গয়না কাহন থাকবে।"