যাঁরা টাকা নিয়েছেন, তাঁদের ধরছেন না কেন, প্রশ্নবাণ বিচারপতির, বিদ্ধ সিবিআই

অলঙ্করণ: সুবর্ণরেখা টিম। 
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) এবার বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu) একগুচ্ছ প্রশ্নের মুখে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতি নিয়ে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারপতি বসুও যে মোটেই সন্তুষ্ট নন, তা তাঁর এদিনের কথাতেই স্পষ্ট। কেন এত দেরি, কেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত দেরি হচ্ছে, সেই প্রশ্ন তুলে তদন্তকারী আধিকারিকদের এক গুচ্ছ প্রশ্ন তোলেন বিচারপতি। 

নবম দশমে নিয়োগ নিয়ে এদিন বিচারপতি বসুর এজলাসে শুনানি ছিল। বিচারপতি প্রশ্ন করেন, ‘‘যাঁরা টাকা দিয়েছেন এবং নিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন ? কোর্ট আপনাদের কাছে জানতে চায় যে, ওই ব্যক্তিকে (মানিক ভট্টাচার্য) কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি।’’

OMR শিট নিয়েও একগুচ্ছ প্রশ্ন সিবিআই আধিকারিকদের দিকে ছুড়ে দিয়েছেন বিচারপতি বসু। তাঁর কথায়, ‘‘যারা OMR শিট বিকৃত করেছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন ? যে ব্যক্তির OMR শিট বিকৃত করা হয়েছে তার বিরুদ্ধেই কী করেছেন আপনারা? কীভাবে সিবিআই তদন্ত করবে, সেটা কেন বারবার আদালতকে বলে দিতে হবে? এটা ভাল দেখায় না।’’

চাকরি দিতে যাঁরা টাকা নিয়েছেন, তাদের গ্রেফতারিতে ঢিলেঢালা মনোভাব নিয়েও ক্ষুব্ধ বিচারপতি বসু। তাঁর প্রশ্ন, ‘‘যাঁরা টাকা নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে সিবিআই-এর এই ঢিলেঢালা মনোভাব কেন? এই ছ’বছরে অনেকে টাকা পাচার করে দিয়েছে। তাদের হেফাজতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই ? কিছু সুবিধাভোগীকে গ্রেফতার করছেন, চার্জশিট পেশ করছেন। বাকি সুবিধাভোগীদের ছেড়ে রেখেছেন কেন?’’

সব শেষে বিচারপতি বসুর মন্তব্য, ‘‘তদন্ত তাড়াতাড়ি শেষ করুন। মামলা ঝুলে থাকলে এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না। শূন্যপদ থেকে যাবে।’’

এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও সিবিআই-এর তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি, তদন্তকারী আধিকারিকদের সম্পত্তির হিসাব চাইবেন বলে হুমকিও দেন। এবার সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি বসুও।